সৌদির তেল শোধনাগারে ইয়েমেনের ড্রোন হামলা

এবিএনএ : সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে ইয়েমেন নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনারা দূরপাল্লার নতুন ড্রোন ব্যবহারের মাধ্যমে এ হামলা চালায়। এ ড্রোন বুধবারই উদ্বোধন করা হয়েছে। এ বিষয়ে টুইটারে পোস্ট করা আনসারুল্লাহ যোদ্ধাদের একটি বিবৃতি প্রচার করেছে ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল। এতে বলা হয়েছে, আমাদের ড্রোন রিয়াদের আরামকো তেল শোধনাগারে আঘাত করেছে। সৌদি আরবের আগ্রাসন মোকাবেলায় এ ড্রোন হামলাকে ‘দুর্দান্ত শুরু’ বলে মন্তব্য করেছে আনসারুল্লাহ। এর মাধ্যমে যুদ্ধ নতুন পর্যায়ে পৌঁছাবে বলেও দাবি করেছে ইয়েমেনের বিপ্লবী এ দলটি। আরামকো কোম্পানি হামলার কথা নিশ্চিত করেছে। তারা বলেছে, গতকাল সন্ধ্যার প্রথম দিকে শোধনাগারে হামলা হয় এবং ফায়ার সার্ভিস সীমিত মাত্রার আগুন নিয়ন্ত্রণে আনে। সৌদি আগ্রাসনের জবাবে গত কয়েক মাস ধরে ইয়েমেনের যোদ্ধারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে প্রায় নিয়মিত সৌদি আরবের ভেতরে হামলা চালিয়ে আসছে।
Share this content: