ধর্মলিড নিউজ

সৌদিতে ৬ জুন ঈদুল আজহার সম্ভাবনা, ৫ জুন আরাফার দিন

এবিএনএ:  জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, এ বছর সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে আগামী ৬ জুন। আর তার আগের দিন ৫ জুন অনুষ্ঠিত হতে পারে আরাফার দিন।

মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিদদের বরাতে বুধবার এ তথ্য জানিয়েছে সৌদি ভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া। তবে এই তারিখ আনুষ্ঠানিক নয়।

ঈদের চূড়ান্ত দিন নির্ধারণে ইসলামিক দেশগুলোর চাঁদ দেখা কমিটি জিলকদ মাসের ২৯তম দিনে বৈঠকে বসবে। ওই দিন সন্ধ্যায় পূর্বাকাশে জিলহজ মাসের চাঁদের খোঁজ করা হবে।

সৌদি আরবের চাঁদ দেখা কমিটিও একই দিন চাঁদ অনুসন্ধান করবে। চাঁদ দেখা গেলে পরদিন জিলহজ মাস শুরু হবে। এই মাসের দশম দিনে মুসলিমরা পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহা পালন করেন।

উল্লেখ্য, ঈদুল আজহা মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। হজ পালনকারীদের জন্য আরাফার দিন এবং কোরবানির ঈদের গুরুত্ব অপরিসীম।

সূত্র: আল আরাবিয়া

Share this content:

Related Articles

Back to top button