আন্তর্জাতিকলিড নিউজ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নয় বাংলাদেশি নিহত

এবিএনএ : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নয় বাংলাদেশি নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও সাত বাংলাদেশি।স্থানীয় সময় গতকাল শনিবার সকালে সৌদি আরবের জিজান শহরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। তারা হলেন- নরসিংদীর আলমগীর হোসেন ও ইদন, সিরাজগঞ্জের দুলাল, টাঙ্গাইলে সাইদুর রহমান, নারায়ণগঞ্জের মতিউর রহমান ও কিশোরগঞ্জের জসিম। বাকি তিনজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত বাংলাদেশিরা একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। তারা গাড়িতে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় জিজান থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে শামত্তা এলাকায় উল্টো দিক থেকে আসা আরেকটি গাড়ি তাদের গাড়িটিকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আটজন। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরও একজনের। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এ ব্যাপারে বাংলাদেশি দূতাবাসের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Share this content:

Back to top button