জাতীয়বাংলাদেশলিড নিউজ

‘সৌদিতে নারী শ্রমিক পাঠানো বন্ধের ইচ্ছা নেই সরকারের’

এবিএনএ: সৌদি আরবে গৃহকর্মীরা নির্যাতনের শিকার হচ্ছে খবর ছড়ালেও নারী শ্রমিকরা সেদেশে যেতে আগ্রহী বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। আর তাই, ‘এখনই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে নারী শ্রমিক পাঠানো বন্ধ করার কোনো ইচ্ছা সরকারের নেই’ বলে জানান তিনি। বৃহস্পতিবার বিকালে সিলেট সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে এসে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সৌদি আরবসহ বিভিন্ন দেশে নারী গৃহকর্মী নির্যাতনের খবরের মধ্যেও নারী শ্রমিকরা যেতে আগ্রহী। তাই নারী শ্রমিক পাঠানো বন্ধে নানা দাবি উঠলেও এখনই বন্ধ করার আগ্রহ নেই সরকারের।’

নারী শ্রমিকদের নির্যাতন বন্ধ ও তদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সৌদি সরকারের সঙ্গে আলোচনা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সৌদি আরবসহ বিভিন্ন দেশে শ্রমিক পাঠাতে অনিয়ম ধরা পড়ায় এরইমধ্যে ১৬৬টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তদের লাইসেন্স স্থগিত করা হয়েছে।’ এ সময় মন্ত্রী বৃহস্পতিবার সকালে লিবিয়াফেরত ১৬৬ জন দেশটিতে অবৈধভাবে গিয়েছিল জানিয়ে বলেন, ‘তবু সরকার তাদের সাহায্য করবে।’

সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহাঙ্গীর আলম, সিলেটের বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button