এবিএনএ : সবাইকে পেছনে ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে জনপ্রিয় তারকা নির্বাচিত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তালিকাটা দেখলে একটু আবাকই হতে হয়। সেখানে প্রিয়াঙ্কা পেছনে ফেলেছেন জেনিফার লোপেজ কিংবা ‘দ্য রক’ খ্যাত ডোয়াইন জনসনকেও। ইদানিং প্রিয়াঙ্কার জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলেছে। অভিনয় আর গ্ল্যামার দিয়ে বলিউডের পাশাপাশি পুরো হলিউড মাতাচ্ছেন তিনি। একের পর এক সাফল্যও ধরা দিচ্ছে তার ক্যারিয়ারে।সোশ্যাল মিডিয়াতে প্রিয়াঙ্কার উপস্থিতি সব সময়ই চোখে পড়ার মতো। ফেসবুক-টুইটার-ইন্সটাগ্রাম কিংবা ইউটিউব, সব মাধ্যমেই তার রয়েছে বিশাল সংখ্যার ফলোয়ার। এ ক্ষেত্রে অন্য তারকাদের চেয়ে খানিকটা ব্যতিক্রম তিনি। নিয়মিত যোগাযোগ রক্ষা করেন ভক্তদের সাথে। এমনকি নিজেই তাদের প্রশ্নের উত্তর দেন মাঝে সাঝেই।
আর তাই জরিপে তাকেই এক নম্বরে রেখেছে সোশ্যাল মিডিয়া নিয়ে গবেষণা প্রতিষ্ঠান এমভিপি ইনডেক্স। জরিপে দ্বিতীয় অবস্থানে আছে ডোয়াইন জনসন। ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির তারকা ভিন ডিজেল রয়েছে ছয় নম্বরে। সাত নম্বর আছেন জেনিফার লোপেজ।মাত্র ১৮ বছর বয়সে সিনেমায় নাম লিখিয়েছিলেন প্রিয়াঙ্কা। তখন কখনোই ভাবেননি এত খ্যাঁতি এসে ধরা দেবে তার মুঠোতে। তাই এত সব প্রাপ্তি নিয়ে দারুণ গর্ব বোধ করছেন প্রিয়াঙ্কা। বর্তমানে হলিউড ও বলিউড দু’য়ে মিলেই ব্যস্ত ৩৪ বছর বয়সী এই বলিউড তারকা।