জাতীয়বাংলাদেশলিড নিউজ

সংসদীয় গণতন্ত্রকে সুসংহত করতে প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ : স্পিকার

এবিএনএ: সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু উল্লেখ করে সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘জনগণের অধিকার নিশ্চিত করতে সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করা জরুরি। জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যগণ সংসদে কার্যকর ভূমিকা রাখলে সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করা সম্ভব।’ আজ বুধবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ এবং ওয়েস্টমিনিস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি, ইউকে (ডব্লিউএফডি) যৌথভাবে আয়োজিত ‘ফানডামেন্টালস অব দ্য ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট অ্যান্ড পার্লামেন্টারি রিসার্স প্রাকটিসেস’ শীর্ষক দুইদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে স্পিকার এসব কথা বলেন।স্পিকার বলেন, ‘বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রম সংবিধানের আলোকে কার্যপ্রণালী বিধি অনুযায়ী পরিচালিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২সালে যে সংবিধান উপহার দিয়েছিলেন তা বিশ্বে অনন্য।’শিরীন শারমিন বলেন, ‘সংসদীয় রীতি ও চর্চাকে সুসংহত করতে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের জন্য ডব্লিউএফডি যে প্রশিক্ষণ সহায়তা দিচ্ছে তা কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখবে। এক্ষেত্রে ওয়েস্টমিনিস্টার সংসদীয় পদ্ধতির সাথে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রমের তুলনামূলক চিত্র কর্মকর্তাদের ভবিষ্যত কর্ম পথকে সমৃদ্ধ করবে। অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাগণ উপকৃত হবে। এতে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হবে।’ পরে স্পিকার প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— কমনওয়েলথ প্রোগ্রামের পরিচালক সোফিয়া ফার্নান্দেজ এবং ওয়েস্টমিনিস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ডেভিড থারবি। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, সংসদ সদস্য মো. আলী আশরাফ এবং প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this content:

Back to top button