এ বি এন এ : এই ছবিটি দেখলে এ কথাই বলতে হবে যে, সবাই সেলফিতে আচ্ছন্ন। হিলারির দিকে তাই সবাই পীঠ ফিরিয়ে। আর তাতে মোটেই কষ্ট নেই হিলারির। তিনিও বেশ হাসিমুখ করে পোজ দিচ্ছেন ছবিতে। হাত নাড়িয়ে শুভেচ্ছাও জানাচ্ছেন। কিন্ত কাকে? সামনের জনতা তার দিকে ফিরেই নেই, সবাই উল্টো ফিরে সেলফিতে আচ্ছন্ন। সবারই একটাই চাওয়া পেছনে প্রিয় মানুষটিকে রেখে নিজের একটি ছবি তোলা। যুক্তরাষ্ট্রের ওরলান্ডো থেকে রোববার তোলা হয় ছবিটি।
২০১৬ সালের যখন এই চিত্র, ২০০৮ সালে তোলা হিলারির ক্যাম্পেইনের উপরের ছবিটি তাহলে দেখা যাক। সেখানে ক্লিনটনের সামনে জনতার ভিড়। সবাই তার দিকে উন্মুখ হয়ে তাকিয়ে একটু কাছে যাওয়ার চেষ্টা। কেউ বা কাগজ এগিয়ে দিয়ে চেয়ে নিচ্ছেন অটোগ্রাফ। কেউ আবার তুলছেন ফটোগ্রাফ।
মাত্র আট বছরে পরিবর্তনটা সত্যিই অবাক করার মতো।