
এবিএনএ: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে হামাসকে তাগাদা দেওয়ার আহবান জানিয়েছেন। যুদ্ধবিরতির আলোচনার মধ্যস্থতাকারী কাতার ও মিসরের প্রতিনিধিদের কাছে গত শুক্রবার পাঠানো এক চিঠিতে এই আহবান জানান তিনি। কায়রোয় যুদ্ধবিরতির আলোচনার প্রাক্কালে মার্কিন এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। চলতি সপ্তাহের শেষের দিকে আবার যুদ্ধবিরতি আলোচনা শুরু হতে যাচ্ছে বলে হোয়াইট হাউস জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, তিনি ইসরায়েলের দেওয়া তদন্ত প্রতিবেদন পেয়েছেন। প্রতিবেদনটি সতর্কতার সঙ্গে পর্যালোচনাও করছেন। ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া নিয়ে বাইডেন প্রশাসন ডেমোক্র্যাটদের দিক থেকেও চাপের মুখে রয়েছে। গত শুক্রবার সাবেক স্পিকার ন্যান্সি পেলোসিসহ কংগ্রেসের প্রায় ৩৬ জন সদস্য বাইডেন ও ব্লিনকেনকে চিঠি দিয়ে ইসরায়েলকে সশস্ত্র সহায়তার একটি প্যাকেজ অনুমোদনের বিষয়টি পুনর্বিবেচনার আহবান জানিয়েছেন।
সূত্র : এএফপি, বিবিসি, আলজাজিরা
Share this content: