আমেরিকালিড নিউজ

গাজায় যুদ্ধবিরতির জন্য বাইডেনের চাপ

এবিএনএ: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে হামাসকে তাগাদা দেওয়ার আহবান জানিয়েছেন। যুদ্ধবিরতির আলোচনার মধ্যস্থতাকারী কাতার ও মিসরের প্রতিনিধিদের কাছে গত শুক্রবার পাঠানো এক চিঠিতে এই আহবান জানান তিনি। কায়রোয় যুদ্ধবিরতির আলোচনার প্রাক্কালে মার্কিন এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। চলতি সপ্তাহের শেষের দিকে আবার যুদ্ধবিরতি আলোচনা শুরু হতে যাচ্ছে বলে হোয়াইট হাউস জানিয়েছে।

যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার গাজায় অস্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের মুুক্তির বিনিময়ে হামাসের হাতে আটক জিম্মিদের ছেড়ে দেওয়া নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চালিয়ে আসছে। কিন্তু পবিত্র রমজান মাসের আগে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে তারা ব্যর্থ হয়। এর পরিপ্রেক্ষিতেই কায়রোতে নতুন করে আলোচনা শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে।

এর আগে বাইডেন গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন  নেতানিয়াহুকে টেলিফোনে বলেছেন, হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির জন্য অবশ্যই সব কিছু করা হবে। এদিকে গাজায় যুক্তরাষ্ট্রভিত্তিক ত্রাণ সহায়তা সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডাব্লিউসিকে) ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনার পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করার দাবি জানিয়েছে ইসরায়েল। এই ঘটনার তদন্ত প্রতিবেদনের জন্য পশ্চিমা চাপের মুখে ছিল ইসরায়েল।

ইসরায়েলের সামরিক বাহিনী অবশ্য দাবি করেছে, হামাসের গাড়ি মনে করে ভুলক্রমে ত্রাণকর্মীদের বহনকারী গাড়িবহরে হামলা চালানো হয়। তবে প্রাসঙ্গিক তথ্য-প্রমাণে এই দাবির সত্যতার প্রমাণ মেলেনি বলে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। ত্রাণকর্মীদের ওপর হামলার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে একজন কর্নেল ও একজন মেজরকে বরখাস্তের পাশাপাশি তিনজন কমান্ডারকে তিরস্কার করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এ ছাড়া এ ঘটনায় জড়িত ড্রোন ইউনিটের কার্যক্রমও স্থগিত করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, তিনি ইসরায়েলের দেওয়া তদন্ত প্রতিবেদন পেয়েছেন। প্রতিবেদনটি সতর্কতার সঙ্গে পর্যালোচনাও করছেন। ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া নিয়ে বাইডেন প্রশাসন ডেমোক্র্যাটদের দিক থেকেও চাপের মুখে রয়েছে। গত শুক্রবার সাবেক স্পিকার ন্যান্সি পেলোসিসহ কংগ্রেসের প্রায় ৩৬ জন সদস্য বাইডেন ও ব্লিনকেনকে চিঠি দিয়ে ইসরায়েলকে সশস্ত্র সহায়তার একটি প্যাকেজ অনুমোদনের বিষয়টি পুনর্বিবেচনার আহবান জানিয়েছেন।

সূত্র : এএফপি, বিবিসি, আলজাজিরা

Share this content:

Related Articles

Back to top button