বিনোদন
সৃজিতের দুই বেগম যখন একসঙ্গে

এবিএনএ : দুই বেগমের সাক্ষাৎ। দেখা হতেই জড়িয়ে ধরলেন একে অপরকে। শুভেচ্ছা বিনিময়ের আবহে ফ্রেম-বন্দি হলেন দুই বেগমজান, ঋতুপর্ণা সেনগুপ্ত ও বিদ্যা বালান।
কিভাবে হলো তাদের দেখা! নেপথ্যে ছিলেন ‘রাজকাহিনী’ ও ‘বেগমজান’র নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়।
আগামী ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে সৃজিতের নতুন ছবি ‘বেগমজান’। কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন বিদ্যা। সে ছবির প্রচারেই সোমবার কলকাতায় ছিলেন ‘বেগমজান’র সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে দেখা হল দুই ছবির কলাকুশলীদের। সৃজিতের ভাষায়, ‘এটা একদম নতুন একটা ইভেন্ট। আগে এমনটা হয়নি। বিদ্যা ও ঋতুপর্ণা শুটিং-এর নানা গল্প এক্সচেঞ্জ করলেন। বাকিরাও একে অপরের অভিনীত ছবি নিয়ে আলোচনা করেছেন।’
তিনি বলেন, ‘সাধারণত রিমেকের আইডিয়াটা আমার পছন্দের নয়। কিন্তু এই প্রজেক্টটা থেকে নিজেকে সরিয়ে রাখতে পারিনি। গল্পটাই আমাকে দারুণ টেনেছিল। বেগমজানের অ্যাটিটিউডটাই আমার দারুণ পছন্দের।’
উল্লেখ্য, ‘বেগমজান’ সিনেমায় বিদ্যা ছাড়া আরো দেখা যাবে নাসিরুদ্দিন শাহ, গওহর খান, আশিস বিদ্যার্থী, চাঙ্কি পাণ্ডে, রাজেশ শর্মা প্রমুখকে।
Share this content: