আন্তর্জাতিক

সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে মোদি, সর্বাত্মক পাক বিরোধিতার নির্দেশ

এ বি এন এ : জঙ্গি হামলা বিষয়ে ভারতে অাজ সকাল থেকে একের পর এক উচ্চ পর্যায়ের বৈঠকে আলোচনা চলছে। একই সঙ্গে আন্তর্জাতিক মঞ্চেও পাকিস্তানকেই সরাসরি আক্রমণ করছে নয়াদিল্লি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এবং প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর সকাল থেকে দফায় দফায় বৈঠক করেছেন। তবে মন্ত্রিসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বৈঠকে প্রধানমন্ত্রী মোদির নির্দেশ, সব আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে বিচ্ছিন্ন করে দেওয়ার লক্ষ্যে সর্বশক্তি প্রয়োগ করুক ভারত। খবর আনন্দবাজার পত্রিকার।  গত দুই মাসেরও বেশি সময় ধরে উত্তপ্ত কাশ্মীর। অার এর নেপথ্যে পাকিস্তানের হাত রয়েছে বলে অনেক দিন ধরেই দাবি করছে ভারত। বিষয়টি নিয়ে দুই দেশের বাকযুদ্ধও বার বার চরমে পৌঁছেছে। কিন্তু রবিবার ভোরে উরি সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর সন্ত্রাস এবং তার মদতদাতাদের বিরুদ্ধে লড়াইকে আর বাকযুদ্ধে সীমাবদ্ধ রাখতে রাজি নয় নয়াদিল্লি। এবার বড়রকমের কোনো পদক্ষেপের কথা ভাবছে ভারত। সেই লক্ষ্যে সোমবার সকাল থেকেই নর্থ ব্লক, সাউথ ব্লক সরগরম। এ দিন সকাল ১০টায় উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, আইবি-র নির্দেশক, র’র প্রধান, স্বরাষ্ট্র সচিব, প্রতিরক্ষা সচিব, বিএসএফ-এর ডিজি, সিআরপিএফ-এর ডিজি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের পর স্বরাষ্ট্র সচিবকে শ্রীনগর যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে গিয়ে নিরাপত্তার পরিস্থিতি খতিয়ে দেখবেন স্বরাষ্ট্র সচিব।

Share this content:

Back to top button