
এবিএনএ : সুপার মুন বা পূর্ণচন্দ্র। আজ রবিবার বাংলাদেশসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে দেখা যাবে স্বাভাবিকের তুলনায় ১৪ গুণ বড় আর ৩০ শতাংশ বেশি উজ্জ্বল চাঁদ।চলতি বছরে এটাই প্রথম ও শেষ ‘সুপারমুন’। শেষবার ‘সুপারমুন’ দেখা যায় ২০১৬ সালের ১২ ডিসেম্বর।
বিজ্ঞানীরা বলছেন, আগামী সোম, মঙ্গল বা সামনের দু’চারদিন প্রায় একই আকার ও উজ্জ্বলতায় ধরা দেবে চাঁদ।তবে রবিবারই পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে উপগ্রহটি তাই দৃশ্যমাণ হবে মহাজাগতিক এই সৌন্দর্য। আজ পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব থাকবে ৩ লাখ ৮৪ হাজার ৪০৪ কিলোমিটার।বাংলাদেশসহ এশিয়া মহাদেশের বেশিরভাগ দেশেই দেখা যাবে সুপারমুন। এছাড়া মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বেশ কয়েকটি এলাকায় এই প্রাকৃতিক পরিবর্তন চোখে পড়বে।
Share this content: