বাংলাদেশরাজনীতিলিড নিউজ

সুন্দরবন ধ্বংসের পরিকল্পনা দেশের বাইরে হয়েছে

এ বি এন এ : সুন্দরবন ধ্বংসে রামপালে বিদ্যুতকেন্দ্র স্থাপনের পরিকল্পণা দেশের বাইরে  থেকে করা হয়েছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক এমাজ উদ্দীন আহমেদ।

শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলামিস্ট সৈয়দ তোশারফ আলী,বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন ও আইনজীবী হুমায়ুন কবির বুলবুল।

সুন্দরবন একটাই: সুরক্ষার দায়িত্ব আমাদেরই- শীর্ষক এ আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক  ভিসি  বলেন,আমি বিশ্বাস করি না, রামপাল বিদ্যুতকেন্দ্রের পরিকল্পনা আমাদের  দেশের কারও করা। দেশের  কেউ  জেনেশুনে এই ক্ষতি করবে- তা বিশ্বাস করা যায় না।

এমাজ উদ্দীন বলেন,দেশে যখন জঙ্গি হামলা হয়েছে, তখন অনেকটা আড়ালেই এ চুক্তি করা হয়েছে। সুন্দরবন ধংসের আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এ চুক্তি করা হয়েছে।  কোনো বাংলাদেশিকে নয়, এর ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ  দেওয়া হয়েছে ভারতের একজনকে।

তিনি বলেন,আমি মনেপ্রাণে বিশ্বাস করি, প্রধানমন্ত্রী সুন্দরবনের ক্ষতির বিষয়টি পুরোপুরি জানলে এতবড় ক্ষতি হতে দিতেন না।

বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দীন বলেন, সুন্দরবন বাংলাদেশের অতন্দ্র প্রহরী। অনেক ঝড়ঝঞ্জা  থেকে বাংলাদেশের মানুষকে বাঁচিয়েছে এই সুন্দরবন। সরকারকে বলব,  জেদ  থেকে সরে  দেশের অন্য  কোথাও বিদ্যুতকেন্দ্রটি স্থাপন করুন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাবাধিকারকর্মী সিএইচআরএম এর নির্বাহী প্রধান  মোজাহেদুল ইসলাম মুজাহিদ।

Share this content:

Back to top button