জাতীয়বাংলাদেশলিড নিউজ

সুন্দরগঞ্জে এমপি লিটন হত্যার প্রতিবাদ, ট্রেন অবরোধ

এবিএনএ : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার ঘটনায় ব্যাপক প্রতিবাদ হচ্ছে সুন্দরগঞ্জে। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে রোববার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়।

হরতাল চলাকালে সকাল সাড়ে ৭টার দিকে বিক্ষুব্ধ জনতা বামনডাঙ্গা রেল স্টেশনে রেললাইন অবরোধ করে লালমনিরহাট থেকে সান্তাহারগামী ২০ ডাউন ট্রেনটি আটকে দেয়। সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন সুন্দরগঞ্জ পৌর শহরে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতাল আহ্বান করেন। হরতালের কারণে সকাল থেকে সুন্দরগঞ্জে সব ধরনের দোকানপাট বন্ধ ছিল। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান।

হরতাল চলাকালে সকল প্রকার যানবাহন চলাচল এবং অফিস-আদালত, ব্যাংক-বীমা, দোকান-পাট ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এ সময় উপজেলার বিভিন্ন এলাকায় এমপির সমর্থক বিক্ষুদ্ধ লোকজন বিক্ষোভ মিছিল করেন। সকালে হরতালের সমর্থনে সুন্দরগঞ্জের বামনডাঙ্গা স্টেশনে ট্রেন দুটি দীর্ঘ সময় অবরোধ করে রাখা হয়। এছাড়া পিকেটাররা বিভিন্ন সড়কের মোড়ে গাছ কেটে রাস্তার উপর ফেলে তাতে আগুন ধরিয়ে দেয় এবং সব সড়ক অবরোধ করে রাখে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করা হয়।

এদিকে সকাল থেকেই এমপি লিটনের বাড়িতে আত্মীয়-স্বজন ও দলীয় নেতাকর্মীসহ স্থানীয়রা লাশ দেখার জন্য ভিড় করেন। এমপি লিটনের শ্যালক বদিউল কারেমীন বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়। এরপর রংপুরে একটি জানাজা শেষে মরদেহ হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়। ঘটনার পর থেকে গোটা সুন্দরগঞ্জ জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল করছে। ঘটনার পর স্থানীয় অনেক বিএনপি-জামায়াত নেতাকর্মী এলাকা থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় ১৮ জনকে আটক করেছে পুলিশ।  সুন্দরগঞ্জ থানার ওসি মো. আতিয়ার রহমান জানান, গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। তাই আপাতত আটক ব্যক্তিদের নাম জানানো হচ্ছে না।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক জানান, লিটনের মৃত্যুর খবর পেয়ে ঢাকা থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক  বিএম মোজাম্মেল হক এমপি, হুইপ মাহাবুব আরা বেগম গিনি, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকসহ একটি প্রতিনিধি দল রোববার রংপুর পৌছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমপি লিটনের লাশসহ হেলিকপ্টারে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হন। রোববার ঢাকায় সংসদ ভবন এলাকায় মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

Share this content:

Related Articles

Back to top button