বাংলাদেশরাজনীতিলিড নিউজ

‘নিজামীর ফাঁসি কার্যকরে শহীদদের আত্মা শান্তি পেয়েছে’

এ বি এন এ : বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের মাধ্যমে মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের আত্মা শান্তি পেয়েছে। বাংলাদেশ তার ইতিহাসের কলঙ্কমোচনে আরো একধাপ এগিয়ে গেল।
বুধবার সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগের দলীয় সভানেত্রীর কার্যালয়ে দলের উপ-কমিটির এক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
হাসান মাহমুদ বলেন, জননেত্রী শেখ হাসিনা জাতির সামনে ওয়াদা করেছিলেন যে যুদ্ধাপরাধীদের বিচার এ দেশের মাটিতেই হবে।সকল অপশক্তির রক্তচক্ষু, হুমকি, বিভিন্ন আন্তর্জাতিক বাধাকে নস্যাৎ করে দিয়ে শেখ হাসিনা তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন।যুদ্ধাপরাধীদের বিচার একটি চলামান প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া  অব্যাহত থাকবে।
তিনি বলেন, ইসরাইলের সাথে আমাদের কোন কূটনৈতিক সম্পর্ক নেই।বাংলাদেশের নাগরিকদের পাসপোর্টেই উল্লেখ আছে ইসরাইল ছাড়া অন্য যে কোন দেশে যাওয়া যাবে।আর সে ইসরাইলের ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসির প্রধানের সাথে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী বসে বৈঠক করেন।প্রকৃতপক্ষে বিএনপি ইসরাইলি গোয়েন্দা বাহিনীর সহযোগিতায় দেশকে অস্থিতিশীল করতে চাইছে। সমগ্র মুসলিম বিশ্ব প্যালেস্টাইনে মুসলমানদের প্রতি মানবতার শত্রু ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে যখন কাজ করে যাচ্ছে তখন ইসরাইলের সাথে বিএনপির এ ষড়যন্ত্র সমগ্র মুসলিম জাহানের বিরুদ্ধেও ষড়যন্ত্র।
ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমসহ প্রচার উপ-কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

Share this content:

Back to top button