
এবিএনএ : সিলেট সিটি নির্বাচনে (সিসিক) মেয়রপদে লড়াইয়ে থাকা সাত প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে নির্বাচন অফিস থেকে তাদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। এর পরই শুরু হয় প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার। সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। সিলেট সিটি নির্বাচনে মেয়রপ্রার্থীদের প্রতীকগুলো হল- মেয়রপ্রার্থীদের মধ্যে সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান পেয়েছেন নৌকা প্রতীক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সদ্য সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী পেয়েছেন ধানের শীষ। এ ছাড়া নাগরিক কমিটি মনোনীত বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম পেয়েছেন বাসগাড়ি প্রতীক, মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের পেয়েছেন টেবিল ঘড়ি, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ডা. মোয়াজ্জেম হোসেন পেয়েছেন হাতপাখা, সিপিবি-বাসদ মনোনীত প্রার্থী আবু জাফর মই ও স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের পেয়েছেন হরিণ প্রতীক। সকালে নির্বাচন অফিস থেকে প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থী ও সমর্থকদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা গেছে। শুরু হয়েছে প্রচার।
Share this content: