
এবিএনএ: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাথর বোঝাই ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুই জন নিহত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের খাগাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজি অটোরিকশার চালক উপজেলার শাহ্ আরপিন গ্রামের শাহ্ আলম (২১) ও সিএনজির যাত্রী বর্ণি গ্রামের মঈন উদ্দিনের ছেলে খায়রুল ইসলাম (২৪)। স্থানীয়রা জানান, অটোরিকশাটি সিলেট থেকে কোম্পানীগঞ্জ যাচ্ছিল। ট্রাকটি পাথর নিয়ে সিলেটের দিকে আসছিল। মুখোমুখি এই সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। আর ঘটনাস্থলে দুইজন মারা যায়।
কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।
Share this content: