
এবিএনএ:জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন আপিল বিভাগে খারিজ হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সিলেটে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের চেষ্টা করেন দলটির নেতাকর্মীরা।
এ সময় নগরের সুরমা মার্কেট মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটানা ঘটে। এর পর পরই নগর বিএনপির তিন নেতাকর্মীকে আটক করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি। সিলেট মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন আপিল বিভাগে খারিজ হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর ১টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে সুরমা পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, বিএনপি নেতা সিসিক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, মিফতাহ সিদ্দীকি, ইশতিয়াক সিদ্দীকি, আব্দুল আহাদ খান জামালসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Share this content: