
এবিএনএ: যে কোনও ফরম্যাটে ২০১৩ সালের পর বাংলাদেশের বিপক্ষে কোনো ফরম্যাটে ম্যাচ জিততে পারেনি জিম্বাবুয়ে। পাঁচ বছর পর তারা সেই অপেক্ষার অবসান ঘটাল। সিলেটের ভেন্যুতে প্রথমবারের মতো অনুষ্ঠিত টেস্ট ম্যাচে জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ হেরেছে ১৩১ রানে। প্রথম ইনিংসে জিম্বাবুয়ে করে ২৮২ রান। জবাবে বাংলাদেশ মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে যায়। তাই ১৩৯ রানের লিড পায় সফরকারীরা। সেই লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে জিম্বাবুয়ে করে ১৮১ রান। এতে বাংলাদেশের সামনে জয়ের জন্য ৩২১ রানের লক্ষ্য নির্ধারিত হয়। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬৯ রানে থেমেছে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে গতকাল বিনা উইকেটে ২৬ রান করে বাংলাদেশ। তাতে অনেকেই আশায় বুক বাঁধছিলেন। কিন্তু সেই আশা দুরাশায় পরিণত হতে বেশি সময় লাগেনি। আজ চতুর্থ দিনের খেলায় বিরতির আগেই বাংলাদেশ পাঁচ উইকেট হারায়।
প্রথম সেশনে কিছুটা ব্যতিক্রম ছিলেন ইমরুল কায়েস। খানিকটা সময় একপাশ আগলে রাখলেও শেষ পর্যন্ত ৪৩ রান করে বিদায় নেন। ইমরুল ছাড়াও এই সেশনে আউট হন লিটন দাস (২৩), মমিনুল হক (৯), মাহমুদউল্লাহ (১৬) ও নাজমুল হোসেন শান্ত (১৩)। দ্বিতীয় সেশনে ৫ উইকেটে ১১১ রান নিয়ে দ্বিতীয় সেশনে ফের ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে এই সেশনে বাকি পাঁচ উইকেট হারিয়ে তারা যোগ করতে পেরেছে মাত্র ৫৮ রান। এই সেশনে আরিফুল হক খেলাকে কিছুটা এগিয়ে নেন। তিনি করেন ৩৮ রান। সাকিব-তামিম বিহীন এই ম্যাচে বাংলাদেশের একমাত্র অর্জন তাইজুলের বোলিং দাপট। দুই ইনিংসে তিনি নিয়েছেন ১১ উইকেট।
Share this content: