বাংলাদেশরাজনীতিলিড নিউজ

সিলেটে পুলিশি বাঁধায় বিএনপির কর্মসূচি পণ্ড

এবিএনএ : গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেটে বিএনপির অবস্থান কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদ জানান, আমরা জনস্বার্থ সংশ্লিষ্ট শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতে চেয়েছি। কিন্তু গণতন্ত্রবিরোধী এই সরকার তাদের পেটোয়া পুলিশ বাহিনী দিয়ে সেটি পণ্ড করে দিয়েছে। জানা গেছে, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিএনপির নেতা-কর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়। সেখানে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান নিতে গেলে পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে বিএনপির নেতা-কর্মীরা নগরীর আগ্রা কমিউনিটি সেন্টারে এসে ঘরোয়াভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন।

Share this content:

Related Articles

Back to top button