জাতীয়বাংলাদেশলিড নিউজ

সিলগালা করে দেয়া হচ্ছে বিজিএমইএ ভবন

এবিএনএ: রাজউক পরিচালক (প্রশাসন) খন্দকার অলিউর রহমান বলেছেন, বিকেল ৫টার পর বিজিএমইএ ভবন সিলগালা করে দেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার বিকেল ৩টায় বিজিএমইএ ভবনের সামনে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান তিনি। এদিকে সকাল থেকে আদালতের রায়ে অবৈধ বিবেচিত রাজধানীর হাতিরঝিলের বিজিএমইএ ভবন ভাঙার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করে রাজউক। ভবনটিতে থাকা বিভিন্ন অফিসের মালামাল সরাতে বিকেল ৫টা পর্যন্ত সময় দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, বারবার তাদের সময় দেয়ার পরও নানা অজুহাতে এখান থেকে অফিস সরানো হয়নি। আমাদের বেঁধে দেয়া সময়ের মধ্যে তারা অনেকটা কাজ সম্পন্ন করেছেন। পরে দ্বিতীয় দফা সময় দেয়া হয়। এখনও কাজ শেষ না হওয়ায় বিকেল ৫টা পর্যন্ত সময় চাইলে আমরা সম্মতি দিয়েছি। এ সময়ের মধ্যে তারা তাদের অফিস অপসারণে ব্যর্থ হলে বিকেল ৫টার পরই বিজিএমইএ ভবন সিলগালা করে দেয়া হবে। এর আগে সর্বশেষ ১২ এপ্রিলের মধ্যে ভবনটি সরিয়ে নিতে সময় দিয়েছিলেন আদালত। নির্দিষ্ট সময় পার হওয়ার পর আদালতের নির্দেশনা বাস্তবায়নে নেমেছে রাজউক। বিজিএমইএ ভবন অপসারণে আপিল বিভাগের দেয়া এক বছর সময় শেষ হয়েছে গত ১২ এপ্রিল। গত বছরের ২ এপ্রিল সর্বোচ্চ আদালত ভবনটি অপসারণে তৈরি পোশাক ও রফতানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএকে এক বছর ১০ দিন সময় দিয়েছিলেন।

Share this content:

Back to top button