আন্তর্জাতিকলিড নিউজ

সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা হলে পাল্টা জবাব দেয়া হবে: রাশিয়া

এবিএনএ : লেবাননে রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার জ্যাসিপকিন হুশিয়ারি করে বলেছেন, সিরিয়ায় যদি কোনো মার্কিন ক্ষেপণাস্ত্রের হামলা চালানো হয়, তবে তা গুলি করে ভূপাতিত করা হবে। তিনি বলেন, কেবল গুলি করে নামানোই হবে না, যেই উৎস থেকে ক্ষেপণাস্ত্র হামলা করা হবে, সেখানে উল্টো হামলা চালানো হবে। মঙ্গলবার সন্ধ্যায় একটি টেলিভিশন সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির সেনাপ্রধানের বরাতে তিনি এসব কথা বলেন। হিজবুল্লাহর আল মানার টেলিভিশনে তিনি বলেন, যদি সেখানে কোনো মার্কিন হামলা চালানো হয়, সেটি গুলি করে নামানো হবে। এদিকে সিরিয়ার দৌমায় কথিত রাসায়নিক হামলার প্রতিক্রিয়ায় দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নিবয়েনজিয়া মঙ্গলবার বলেন, আমি আবারও অনুরোধ করছি, আপনারা যে পরিকল্পনা আটছেন, তা থেকে দূরে থাকেন। সিরিয়ায় কোনো অবৈধ সামরিক অভিযান চালালে ওয়াশিংটনকে তার দায়িত্ব বহন করতে হবে বলে তিনি সতর্ক করে দিয়েছেন।

অন্যদিকে পশ্চিমা নেতারা বলেছেন, সিরিয়ার দৌমায় হামলার জন্য দায়ীদের লক্ষ্যস্থল করতে তারা একযোগে কাজ করার বিষয়ে একমত হয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, কোনো হামলা চালানো হলে তা সিরীয় সরকারের রাসায়নিক স্থাপনাগুলোতে চালানো হবে। নিরাপত্তা পরিষদের বৈঠকে হামলা নিয়ে নতুন তদন্ত শুরু করার একটি প্রস্তাব রাশিয়ার ভেটোর মুখে বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের তৈরি করা প্রস্তাবটিতে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া দেয় ও অপর রাষ্ট্র চীন ভোট দেয়া থেকে বিরত থাকে।

Share this content:

Related Articles

Back to top button