আন্তর্জাতিক
সিরিয়ায় পরবর্তী আগ্রাসনের কঠিন জবাব দেয়া হবে: রাশিয়া ও ইরান

এবিএনএ : সিরিয়ায় বিমানঘাঁটিতে মার্কিন হামলাকে ‘সীমা লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে রাশিয়া ও ইরান। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থনকারী রাশিয়া, ইরান ও মিলিশিয়াদের নিয়ে গঠিত যৌথ কমান্ডের বিবৃতিতে বলা হয়, যদি তাদের মিত্রের উপর নতুন আগ্রাসন ঘটানো হয় তাহলে শক্তির সঙ্গে তা মোকাবেলা করা হবে।
ইলাম আল হারবি থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সিরিয়ায় আগ্রাসন প্রদর্শন করে মার্কিন যুক্তরাষ্ট্র সীমা লঙ্ঘনকারী হয়েছে। এখন থেকে আমরা যেকোনো আগ্রাসন অথবা সীমালঙ্ঘনের জবাব শক্তির সঙ্গে প্রদান করবো, এবং মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের শক্তি সম্পর্কে ভালোই ধারণা রাখে।
গত শুক্রবার সিরিয়ার বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। ইদলিবে রাসায়নিক হামলার জবাবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে জানায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। রয়টার্স ও ইন্ডিপেন্ডেন্ট।
Share this content: