আন্তর্জাতিক

সিরিয়ায় তুরস্কের বিমান হামলায় প্রায় ২০০ জঙ্গি নিহত

এবিএনএ : তুরস্ক বৃহস্পতিবার সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি (পিওয়াইডি) ও পিপল’স প্রটেকশন ইউনিটস (ওয়াইপিজি)’র অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এতে প্রায় ২০০ জঙ্গি নিহত হয়েছে। রাষ্ট্র পরিচালিত আনাদোলু এজেন্সি একথা জানিয়েছে।
সামরিক সূত্র আনাদোলুকে জানায়, অভিযানে তুরস্কের জঙ্গি বিমান একটি সাঁজোয়া যান, একটি সদরদপ্তরের একটি ভবন, আশ্রয় শিবির ও অপর ৭টি স্থাপনাসহ ১৮টি পিওয়াইডি/ওয়াইপিজি’র অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। এতে এগুলো ধ্বংস হয়ে যায় এবং ১৬০ থেকে ২০০ জঙ্গি নিহত হয়।
তুরস্কের সৈন্যরা উইফ্রেটিস শিল্ড অভিযানের অংশ হিসেবে তুরস্ক সীমান্তে ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে সিরিয়ার বিদ্রোহীদের সহায়তায় সিরিয়ার জারাবলুস শহরে প্রবেশ করে এ হামলা চালায়। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের অংশ ইওয়াপিজি সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন আইএস বিরোধী অভিযানের অংশীদার।

Share this content:

Back to top button