বিনোদন

সিনেমার জন্য টাক হবেন কারিনা?

এবিএনএ : চলচ্চিত্রের কাহিনীর সাথে সামঞ্জস্য রেখে বলিউডের সকল নায়ক-নায়িকাদের বিভিন্ন সময় নিজেদের শারীরিক গঠনে পরিবর্তন আনতে দেখা যায়। কেউ নিজেদের ওজন বৃদ্ধি করে আবার কেউ ওজন কমানোর চেষ্টায় মত্ত থাকে।
এছাড়াও প্রতিটি সিনেমায় তাদের বিভিন্ন স্টাইল অবলম্বন করতে দেখা যায়। নিজেদের পোশাক ও চুলের স্টাইলে অবশ্যই তারা ভিন্নতা রাখেন। তাই বলে টাক!
কারিনা কাপুর খানকে সবসময় নিজের স্টাইলের সাথে পরীক্ষা-নিরীক্ষা করতে দেখা যায়। সে সবসময় নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে চায় এবং তা বরাবর সফলতার সাথে করেও আসছেন। এবারের ল্যাকমি ফ্যাশন সপ্তাহে তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বিভিন্ন ফ্যাশন ব্লগ, কমার্শিয়াল ফিল্ম এবং চলচ্চিত্রে তিনি বরাবর ভিন্নতা আনার চেষ্টা করেন। তবে কোন ক্যারেক্টার এর জন্য টাক হতে বলা হলে তা তার পক্ষে সম্ভব নয়।

Share this content:

Back to top button