বিনোদন

‘অহমিকা নেই সেটাই আমার বড় অহংকার’

এবিএনএ : ‘অহংকার’ নামে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন হালের আলোচিত অভিনেত্রী বুবলী। তিনি কি সত্যিই অহংকারী কিনা জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, “সত্যি কথা বলতে কি আমি অহংকারী নই। অনেকেই বলতে পারেন, এটা হয়তো বলার জন্য বলা, আসলে তা কিন্তু নয়। অামি অনেকটাই ঘরকুনো এবং বন্ধুবান্ধব বাৎসল্য। অহংকার একটা আছে, সেটা হলো আমার কোনো অহমিকা নেই। তবে গর্ব করার মতো যে জিনিসটা ছোটবেলা থেকেই আমার মধ্যে বিদ্যমান, তা হলো সততা। এটা নিয়েই আমার পথচলা।”

সম্প্রতি শাহাদাৎ হোসেন লিটনের ‘অহংকার’ ছবিতে চুক্তিবদ্ধ হন বুবলী। এতে তার বিপরীতে রয়েছেন শাকিব খান। সবকিছু ঠিক থাকলে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ছবিটির ক্যামেরা অন হবে। মূলত শাকিব খানের বিপরীতে একসঙ্গে দুটি ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন সংবাদ পাঠিকা থেকে নায়িকা হওয়া এই লাস্যময়ী। গত ঈদুল আজহায় একসঙ্গে দুটি ছবি প্রেক্ষাগৃহে ওঠে এবং দর্শক টানতে সক্ষম হয়। সেই সফলতার ধারাবাহিকতায় আবারও তারা জুটি হলেন বলে মনে করছেন চলচ্চিত্র বোদ্ধারা।

অন্যদিকে, অপু বিশ্বাস আড়ালে চলে যাওয়ায় শাকিব খানের জুটি অনেকটাই ফাঁকা হয়ে গেছে। তাই এই শূন্যস্থান পূরণে নির্মাতাও ছুটছেন বুবলীর পানে। এককথায় বলতে বুবলীর বৃহস্পতি এখন তুঙ্গে।

Share this content:

Related Articles

Back to top button