আন্তর্জাতিকলিড নিউজ

সিডনিতে বাংলাদেশ ফেস্টিভ্যাল

এবিএনএ: নাচগান আর হই হুল্লোড়ে অস্ট্রেলিয়ার সিডনিতে দ্বিতীয়বারের মতো হয়ে গেল বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০১৮। বাংলাদেশের সংস্কৃতি বিশ্বের দরবারে তুলে ধরার প্রয়াসে আয়োজিত এই উৎসবের আসর বসে সিডনির ব্যাংকসটাউনের পল কেটিং পার্কে। গত শনিবার ২৭ অক্টোবর সন্ধ্যা নামার আগেই অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশিদের সমাগমে মুখরিত হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ।

উৎসবের শুরুতেই স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সরব হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। প্রবাসী বাংলাদেশি তরুণ-তরুণীদের নাচ, গান, ফ্যাশন শো, মুখ ও হাতের আলপনা ছিল উৎসবের আকর্ষণ। উৎসবের বিশেষ আয়োজনে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের সংগীতশিল্পী আগুন ও ন্যান্সি। তাঁদের জনপ্রিয় গানের তালে মেতে ওঠেন উপস্থিত সকলে। অনুষ্ঠানে দেশীয় পণ্যের বিভিন্ন স্টলের পাশাপাশি ছিল মুখরোচক সব বাংলাদেশি খাবারের স্টল। এ ফেস্টিভ্যালের আয়োজন করে এনটিভি অস্ট্রেলিয়া। উৎসবে অংশগ্রহণ করে উদ্‌যাপনে সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন আয়োজকদের প্রধান রাশেদ শ্রাবণ।

Share this content:

Related Articles

Back to top button