এবিএনএঃ আসন্ন পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনের তোড়জোড় চলছে। ইতোমধ্যে গাজীপুর ও বরিশালে মেয়র পদে দলের প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। দলের সিদ্ধান্তের বাইরে গিয়েও কেউ কেউ নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন। দলের বিদ্রোহী প্রার্থী সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সিটি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলে দলের অবস্থান আগের মতোই থাকবে।
ওবায়দুল কাদের বলেন, বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে আওয়ামী লীগ আগাগোড়া যে অবস্থান নিয়ে থাকে সেই অবস্থানই অব্যাহত থাকবে। বিদ্রোহী প্রার্থীদের আবারও ক্ষমা করা হবে কিনা—এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, এখনও নমিনেশন পেপারই সাবমিট হয় নাই। সময় আসুক, সময় এলে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক অপশক্তি এখনো বাংলাদেশকে আঘাতে আঘাতে জর্জরিত করছে। শেখ হাসিনার নেতৃত্বে এদের বিরুদ্ধে লড়াই করে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। নতুন রাষ্ট্রপতি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, তিনি একজন খাটি বাঙালি ও বিচক্ষণ ব্যক্তি এবং তিনি তার কর্ম দিয়েই নিজের যোগ্যতা প্রমাণ করবেন।
রাজনৈতিক সংকট সমাধানে নতুন প্রেসিডেন্ট ভূমিকা রাখবেন কিনা— বিএনপি মহাসচিবের সংশয়ের জবাবে ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতি নির্বাচন ও পরিবর্তন গণতান্ত্রিক উপায়ে হয়েছে এটা এদেশে বিরল। তিনি মনেপ্রাণে একজন বাঙালি। গণতন্ত্র, দেশপ্রেম সবই তার চেতনায় আছে। তিনি বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী। বাকিটা তিনি তার কর্মে প্রমাণ করবেন। এদিকে শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরো শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ নানা সামাজিক সংগঠন।