
এবিএনএ : সিটি গভর্নমেন্ট গঠনের প্রস্তাব নাকচ করে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, জাতির জনক উন্নত বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী সেই লক্ষ্য সামনে রেখে পথ নকশা অনুযায়ী বাংলাদেশ পরিচালনা করছেন। যখন যেখানে নীতিগত ও আইনগত সংশোধনের প্রয়োজন দেখা দেবে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে উদ্যোগ নেয়া হবে। আমি মনে করি বর্তমানে সিটি কর্পোরেশনের হাতে যে ক্ষমতা দেয়া আছে তাই যথেষ্ট। তাদের দায়িত্ব পালনে কোনো অসুবিধা নেই।
বুধবার (১৫ জানুয়ারি) সংসদে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কেউ কেউ সব সময় বিপর্যয় দেখেন
পরিবেশ বিপর্যয় নিয়ে বিএনপিদলীয় আরেক সদস্য হারুনুর রশীদের সম্পূরক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, কেউ কেউ এদেশে সব সময় বিপর্যয় দেখেন। তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গোটা জাতি সফলতা দেখে। পার্থক্য একটু আছে। আসলে পরিবেশের এ বিপর্যয় থেকে রক্ষার জন্য অনেক আগে থেকে বিশেষ করে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি নেয়া হয়েছে। হতাশার কিছু নেই।
Share this content: