এ বি এন এ : চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (০৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রী রাহাত আরা কে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন তিনি।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।
মস্তিষ্কের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ায় ছয় মাস পরপর চিকিৎসকের পরামর্শ নিতে বিদেশে যেতে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। সিঙ্গাপুরের র্যাফেলস হাসপাতালের চিকিৎসকের সঙ্গে রোববার (০৪ সেপ্টেম্বর) তার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে।