বাংলাদেশরাজনীতিলিড নিউজ

সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি হান্নান শাহ

এ বি এন এ : সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহকে। তিনি এখন র্যাফেলস হার্ট সেন্টারে চিকিত্সাধীন বলে জানিয়েছেন তার ছোট ছেলে শাহ রিয়াজুল হান্নান।

সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে রবিবার রাতে বাবাকে নিয়ে সিঙ্গাপুর যাত্রা করেন রিয়াজুল। তিনি সোমবার সকালে বলেন, বাবাকে র্যাফেলস হার্ট সেন্টারে ভর্তি করা হয়েছে। চিকিত্সকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিত্সা চলছে।
সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ৭৭ বছর বয়সী হান্নান শাহকে গত মঙ্গলবার থেকে সিএমএইচে ছিলেন। তার বড় ছেলে রেজাউল হান্নান বলেছিলেন, বাবার হূদযন্ত্র ভালোভাবে কাজ করছে না, তিনি স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন। সিএমএইচএর চিকিত্সকদের পরামর্শে বাবাকে সিঙ্গাপুর নেয়া হয়েছে।

 

Share this content:

Back to top button