আন্তর্জাতিকলিড নিউজ

বিজেপি যুবাদের আন্দোলনে রণক্ষেত্র সিইএসসি

এবিএনএ: বিদ্যুতের ওপর আরোপিত অতিরিক্ত ট্যাক্স প্রত্যাহারের দাবিতে কলকাতায় বিজেপি যুব মোর্চা আন্দোলন করছে। এ আন্দোলনের অংশ হিসেবে কলকাতা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কর্পোরেশন (সিইএসসি) অভিমুখে বিক্ষোভ মিছিল বের করে তারা। সে মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে শহরের সেন্ট্রাল অ্যাভিনিউ। খবরঃ এনডিটিভি।

রাজ্য বিজেপির পক্ষে ওই মিছিলে যুব মোর্চার সভাপতি দেবজিৎ সরকার ছাড়াও রাজ্য বিজেপির অন্যতম দুই সাধারণ সম্পাদক সায়ন্তন বসু এবং রাজু বন্দ্যোপাধ্যায় অংশ নিয়েছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন হুগলির বিজেপি সাংসদ ল‌কেট চট্টোপাধ্যায়। মিছিল থেকে রাজু বন্দোপাধ্যায়সহ একশর বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে বলা হয়।

রাজু বন্দোপাধ্যায় বলেন, ‘পশ্চিমবঙ্গে কোন গণতন্ত্র নেই। সবাই জানে, তৃণমূল সরকার আসলে সঞ্জীব গোয়েংকা (গোয়েংকা গ্রুপ এর স্বত্তাধিকারি) চালান। কলকাতা ইলেক্ট্রিক সাপ্লাই কর্পোরেশন (সিইএসসি) এই গ্রুপের তত্ত্বাবধানেই পরিচালিত হয়। উল্লেখ্য, শুধু ট্যাক্স তুলে নিতেই নয়, এমনকি মিটার রিডিংয়েও কারচুপি হচ্ছে বলে বিজেপির পক্ষ থেকে বহুদিন ধরে অভিযোগ করা হচ্ছে। এসব বিষয়ে ক্ষোভ জানাতেই বুধবার আন্দোলনে নামে যুব মোর্চা। পুলিশের পক্ষ থেকে অবশ্য লাঠিচার্জের ঘটনা অস্বীকার করা হয়েছে।

Share this content:

Related Articles

Back to top button