বিনোদনলিড নিউজ

‘পদ্মাবত’ প্রথম দিনেই ছাপিয়ে গেল ‘বাহুবলী ২’-কে!

এবিএনএ : বিক্ষোভ, দেশজুড়ে তাণ্ডব, ভাঙচুরের মধ্যেই সুপ্রিমকোর্টের নির্দেশ মেনে ভারতে মুক্তি পায় ‘পদ্মাবত’। তবে সেদেশ ছেড়ে সুদূর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বা ব্রিটেনে এই কঠিন সমস্যায় পড়তে হয়নি পদ্মাবতকে। অস্ট্রেলিয়ার বক্স অফিসে সবচেয়ে ব্যবসা সফল ‘বাহুবলী ২’-কে পেছনে ফেলে বাজার করে নিয়েছে ‘পদ্মাবত’। পেছনে পড়ে গিয়েছে ‘দঙ্গল’ও। শুধু অস্ট্রেলিয়া নয়, নিউজিল্যান্ড ও ব্রিটেনের বাজারেও পদ্মাবত-এর বক্স অফিস কালেকশন বেশ চোখে পড়ার মতো। বিশেষজ্ঞদের ধারণা ছবি ঘিরে ভারতে যদি বিক্ষোভের আঁচ না পড়ত, তাহলে ‘পদ্মাবত’ ভারতেই আরো বেশি মার্কেট দখল করতে পারত। তবে ভারতে মুক্তির প্রথম দিনে মাত্র ১৮ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।

Share this content:

Back to top button