আইন ও আদালতলিড নিউজ

সাহাবুদ্দিনের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলার তদন্তভার ডিবিতে

এবিএনএ : করোনা পরীক্ষা নিয়ে জালিয়াতি ও প্রতারণার ঘটনায় সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের তিন কর্মকর্তার বিরুদ্ধে করা মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখাকে (ডিবি) দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে গুলশান থানা-পুলিশ থেকে এই মামলার তদন্তভার ডিবিতে দেওয়া হয়। এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের অতিরিক্ত উপ কমিশনার নাজমুর হাসান। নাজমুর হাসান আজ বুধবার বলেন, রিমান্ডে থাকা সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফয়সাল আল ইসলাম, সহকারী পরিচালক আবুল হাসনাত ও ইনভেনটরি কর্মকর্তা শাহরিজ কবিরকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে।

আজ ডিবির একজন কর্মকর্তা জানান, তাঁরা মামলার নথিপত্র বুঝে পেয়েছেন। সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের এমডিসহ তিন কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন। আজ তাঁদের রিমান্ডের প্রথম দিন। করোনা পরীক্ষা নিয়ে প্রতারণা ও জালিয়াতির বিষয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত রোববার করোনা পরীক্ষা নিয়ে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত হাসপাতালটিতে অভিযান চালায়। অভিযানকালে হাসপাতালের দুই কর্মকর্তা আবুল হাসনাত ও শাহরিজ কবিরকে আটক করা হয়। পরদিন গত সোমবার প্রতিষ্ঠানটির এমডি ফয়সাল আল ইসলামকে আটক করে র‍্যাব। পরে এই তিনজনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে র‍্যাব। এই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

Share this content:

Back to top button