
এবিএনএ : ‘ধুম-৪’ এ কে আছেন? বছর খানেক ধরেই এই জল্পনা চলছে। যশরাজ ফিল্মস সূত্রে জানা গেছে, ধুম সিরিজের আগামী ছবিতে থাকতে পারেন সালমান খান। সালমান রেস থ্রি-তে অভিনয় করছেন। তিনি ‘ধুম-৪’ এ আর থাকছেন না।
সালমান বেরিয়ে যাওয়ার পর শোনা যাচ্ছে, ধুম ফোর ছবিতে অভিনয় করতে চলেছেন কিং খান। BollywoodLife.com-এর প্রতিবেদনের দাবি, শাহরুখ খান আগেও ধূসর চরিত্রে কাজ করেছেন। আরও একবার তাকে ভিলেনের চরিত্রে দেখতে চাইছে যশরাজ ফিল্মস। আরও জানা গেছে, একের পর এক ছবি ফ্লপ হওয়ায় যশরাজ ফিল্মস কিছুটা ব্যাকফুটে। আদিত্য চোপড়া চাইছেন, ধুম সিরিজের আগের ছবিগুলোর চেয়েও আর বড় ধামাল করতে। চিত্রনাট্য লেখার দায়িত্ব দেওয়া হয়েছে মণীশ শর্মাকে। তিনি আপাতত সেই কাজে ব্যস্ত। ‘ধুম-৩’ এর পরিচালক ছিলেন কৃষ্ণ আচার্য। তিনি এখন ঠগস অব হিন্দুস্তানে শুটিং করছেন। ফলে ‘ধুম-৪’ পরিচালনায় দেখা যেতে পারে মণীশ শর্মাকেই। মণীশ ও এসআরকে এর আগে ফ্যান ছবিতে একসঙ্গে কাজ করেছেন। যদিও ছবিটি বক্স অফিসে তেমন চলেনি। যশরাজ সূত্রে জানা গেছে, ‘ধুম-৪’ ছবিতে শাহরুখকে ভাবনায় রাখা হয়েছে। তবে এখনই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে না।
Share this content: