বিনোদন
সংসার ভাঙছে জর্জ ক্লুনি-আমালের

এবিএনএ : দুই বছরও পার হয়নি। এরইমধ্যে দাম্পত্য জীবনের রঙিন সুতোটা ফিকে হয়ে গেছে। দীর্ঘ সময় ধরে রাখা ব্যাচেলর ডিগ্রি বিসর্জন দিয়ে ২০১৪ সালে বিয়ে করেন জর্জ ক্লুনি। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু এত সুখের মধ্যে থেকে হলিউডের শীর্ষ এ তারকা কোন ভূতের পাল্লায় পড়লেন যে, এত তাড়াতাড়ি স্ত্রী আমালের সঙ্গে বিচ্ছেদ ঘটাতে হলো?
শোনা যাচ্ছে, সন্তান নিতে চাইছিলেন আমাল। তাতেই বেঁধেছে বিপত্তি। চাপে পড়ে রাজি হলেও পরে বেঁকে বসেন জর্জ ক্লুনি। তার আচমকা এ সিদ্ধান্তে ভেঙে পড়েন আমাল। আর সে জন্যই ইতি টানছেন সম্পর্কের।
ক্লুনি-আমাল জুটি দুজন দুজনার জন্য ভীষণ পারফেক্ট। সেটা নিন্দুকরাও স্বীকার করবেন। কিন্তু এত দিনে ক্লুনি-আমাল বুঝতে পেরেছেন, পরস্পরের প্রতি ভালোবাসা থাকলেও দুজনের চাওয়া-পাওয়া পুরোই আলাদা!
Share this content: