আন্তর্জাতিক

‘সার্জারির পর কোমায় পাকিস্তান’

এ বি এন এ : পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর ‘সার্জিকাল অ্যাটাক’-এর ‘আফটার শক’ -এ ভুগছে পাকিস্তান। শনিবার এক অনুষ্ঠানে কটাক্ষের ভঙ্গিতে এই মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকর।
পার্রিকর বলেন, ‘সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হয়েছে, সীমান্তের ওপার থেকে কোনোরকম ভুল সুযোগসুবিধা নেওয়ার চিন্তা করলে ভারতীয় সেনাবাহিনী তার যোগ্য জবাব দিতে জানে।
এর পর পরই ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর কটাক্ষের সুরে বলেন, ‘অস্ত্রোপচারের পর অ্যানেস্থেসিয়ার কারণে যেমন রোগীরা অচেতন থাকে, পাকিস্তানের অবস্থাও ঠিক একইরকম।’
বুধবার মধ্যরাতের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রথমবার মুখ খুলে পার্রিকরের মন্তব্য, ‘দুদিন কেটে গেলেও পাকিস্তান বুঝতেই পারছে না আসলে কী হয়েছে।’
শুধু তাই নয়, সরস ভঙ্গিতে পার্রিকর বলেন, ‘ভারতীয় সেনাবাহিনীও মহাভারতের হনুমানের মতো আগে থেকে নিজেদের শক্তি সম্পর্কে অবগত ছিল না, কিন্তু সার্জিক্যাল অ্যাটাকের পর তারা নিজেদের ক্ষমতা উপলব্ধি করতে পেরেছে।’

Share this content:

Back to top button