
এবিএনএ : ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের দাবিতে ওয়াশিংটনের পথে নামে হাজার হাজার মানুষ। ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন দিতেই আমেরিকার বিভিন্ন অঙ্গ রাজ্য থেকে ওয়াশিংটনে এসে সমবেত হন তারা।
বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ বন্ধ করতে ইহুদিবাদী সরকারের প্রতি আহ্বান জানান পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলী দখলদারিত্বেরও অবসান দাবি করেন তারা। এছাড়া, বর্ণবাদী ইসরায়েল সরকারকে যে অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে মার্কিন সরকার তাও বাতিল করার কথা বলেন।

Share this content: