খেলাধুলা

সিডনিতে ভক্তদের কবলে তাসকিন

এবিএনএ : নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ায় ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রস্তুতি পর্বের শুরুটা দারুণ হয়েছে টাইগারদের। প্রথম প্রস্তুতি সিডনি সিক্সার্সের বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ।

আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ২টায় বিগ ব্যাশ চ্যাম্পিয়ন সিডনি থান্ডার্সের মুখোমুখি হবে বিসিবি একাদশ। তার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন টাইগাররা। সেখানেই ভক্তদের কবলে পড়েন তাসকিন আহমেদ!

নর্থ সিডনি ওভালে প্রিয় তারকা তাসকিনের সঙ্গে সেলফি তোলেন বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা। পরে একটি ছবি তাসকিন শেয়ার করেন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে। পাশে লিখেছেন, ‘আমার ভক্তদের জন্য রইলো ভালোবাসা।’

Share this content:

Back to top button