
এবিএনএ : বিএপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে সোমবার ঢাকা মহানগরসহ সারাদেশে মহানগরের থানা ও উপজেলা সদরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে রিজভী বলেন, পুলিশ জনগণের প্রতিপক্ষ হিসেবে কাজ করছে। নির্বাচন কমিশনের ভূমিকাও সন্দেহজনক। ভোটারদের ‘ভয়ভীতি’ দূর করতে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের দাবি আবারও জানান রিজভী।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনের আগে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার এবং তা নিয়ে নির্বাচন কমিশনের নীরবতারও নিন্দা জানান তিনি।
গাজীপুর সিটিতে একটি লেগুনায় ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রসঙ্গে রিজভী বলেন, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা ভাঙচুর ও অগ্নি সংযোগের অভিযোগে পুলিশের দায়ের করা মামলাটি মিথ্যা ও সাজানো। সারাদেশে বিএনপির লাখ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে সরকার।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, এবিএম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, আসাদুল করিম শাহিন উপস্থিত ছিলেন।
Share this content: