
এবিএনএ : ব্রাহ্মনবাড়িয়ায় সাম্প্রদায়িক হামলাকে ‘দুঃখজনক ঘটনা’ উল্লেখ করে ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম বলেছেন, বাংলাদেশ সব সময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ। এই সম্প্রীতি নষ্ট করা জন্য জামায়াত-শিবির বিএনপির সহায়তায় বারবার এ ধরনের হামলা করা হচ্ছে। ইতিপূর্বে যেসব স্থানে এধরনের ঘটনা ঘটেছে সরকার দ্রুত আইনি ব্যবস্থা নিয়েছে এবং ক্ষতিগ্রস্থদের পাশে দাড়িয়েছে। শুক্রবার দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ারে প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, সরকারের কাছে বকেয়া থাকলে সেটা অবশ্যই পরিশোধ করতে হবে। সিটিসেল কোম্পানী আদালতের আদেশ অনুযায়ী বকেয়া টাকা পরিশোধ করতে বাধ্য। প্রতিমন্ত্রী পরে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফজলুল হকের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক শিবলী সাদিকসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Share this content: