
এবিএনএ : সাভার আশুলিয়া বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪০ হাজার পিচ ইয়াবা বড়িসহ তিন মাদক সম্রাটকে আটক করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। মঙ্গলবার ভোর রাতে সাভারের ভার্কৃতা ও আশুলিয়ার জিরানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এইতিন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলো- বান্দরবন জেলার লামা থানাধীন লাইনঝীরি গ্রামের ময়না মিয়ার ছেলে মো আমির হোসেন। বর্তমানে আশুলিয়ার বলিভদ্র এলাকায় বসবাস করতো। কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রহমতের বিল গ্রামের বদরুদ্দোজা ছেলে আমিনুল্লাহ। বর্তমানে আশুলিয়ার পলাশবাড়িতে ভাড়া থাকতো। অপরজন চাঁদপুর জেলার সদর থানাধীন রঘুনাথপুর গ্রামের মৃত মাওলানা ইউসুফ মিয়ার ছেলে তোফায়েল আহমেদ। সাভারের মোগড়া কান্দায় এলাকা বাস করে আসছিলো।
এ বিষয়ে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতেসাভারের ভার্কুতায় এলাকায় অভিযান চালিয়ে তোফায়েল নামে এক মাদক ব্যবসায়ী আটক করাহয়। এসময় তার কাছ থেকে সাড়ে ৭ হাজার পিচ ইয়ারা বড়ি উদ্ধার করা হয়। পরে আশুলিয়ায় বলিভ্রদ ও জিরানী থেকে অভিযান চালিয়ে আরও ৩৩ হাজার পিচ ইয়াবা বড়িসহ অঅমরি হোসেন ও আমিনুল্লাহ নামে আরও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
Share this content: