বিনোদন

সানি লিওনকে বিয়ে করছেন আমির!

এবিএনএ : সাক্ষাৎকার দিতে গিয়ে যখন হেনস্তার শিকার সানি লিওন, তখন তার পাশে দাঁড়িয়েছিলেন আমির খান। পরে তার ছবির সেটে আমন্ত্রণও জানিয়েছিলেন সানি ও তার স্বামীকে৷ বলিপাড়ায় অনেকেই যখন পর্ণস্টার হওয়ার কারণে সানিকে এড়িয়ে চলেন, তখন ব্যতিক্রম আমির৷ কিন্তু তাই বলে তাকে বিয়ে করতেও চান তিনি! সম্প্রতি এমনই অভিযোগ উঠেছে।
দিওয়ালির পার্টিতেও সানি ও ড্যানিয়েলকে নিমন্ত্রণ করেছিলেন আমির৷ আর তাতেই তার নামে উঠেছে এ কথা৷ যিনি এ অভিযোগ তুলেছেন তিনি অবশ্য স্বনামধন্য, স্বঘোষিত চিত্র সমালোচক কামাল আর খান। দিওয়ালি পার্টিতে সানিকে নিমন্ত্রণের জন্যই আমিরকে তীব্র আক্রমণ করে কামাল টুইটারে লিখেছেন, আমির যদি সানিকে বিয়েও করেন তাহলে তিনি অবাক হবেন না৷ এমনকী এ জন্য যদি কিরণকে ডিভোর্সও করতে হয় তাহলেও নাকি রাজি হয়ে যাবেন আমির৷ কামালের অভিযোগ, পর্ণস্টারের সঙ্গে এমন ‘মাখামাখি’ সম্পর্ক রাখার জন্য লজ্জা হওয়া উচিৎ আমিরের।

আরও একধাপ এগিয়ে আমিরের ধর্মাবলম্বন নিয়েও প্রশ্ন তুলেছেন কামাল৷ তার অভিযোগ, নিজেকে ধর্মনিরপেক্ষ প্রমাণ করতেই সানিকে প্রমোট করছেন আমির। তবে তিনি ভুল করছেন। কেননা এতে হিতে বিপরীত হবে।

Share this content:

Related Articles

Back to top button