সাত দশক পর বামপন্থী প্রেসিডেন্ট পেল মেক্সিকো

এবিএনএ: মেক্সিকোতে গত সাত দশক পর প্রথমবারের মতো বামপন্থী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর। শনিবার দেশটির সংসদে এক অনুষ্ঠানে শপথ গ্রহণের মাধ্যমে ইতিহাস গড়ে প্রেসিডেন্ট হলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবদনে জানানো হয়েছে, মেক্সিকো শহরের সাবেক এই মেয়র শনিবার তার শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রতিশ্রুতি দেন দরিদ্র ও প্রান্তিক মানুষের পক্ষে কাজ করে দুর্নীতি এবং শাস্তি মওকুফের মাধ্যমে দেশকে নতুনভাবে ঢেলে সাজাবেন।
প্রেসিডেন্ট লোপেজ ওব্রাডর উত্তরাধিকার সূত্রে পাওয়া পররাষ্ট্র নীতি বিষয়ে কি করেন এটাই এখন দেখার বিষয়। কেননা এই মুহূর্তে যুক্তরাষ্ট্র সংলগ্ন মেক্সিকো সীমান্তে মধ্য আমেরিকা থেকে আসা লাখ লাখ অভিাবাসী আশ্রয়ের জন্য আটকা পড়ে আছেন। লোপেজের শপথগ্রহণ অনুষ্ঠানে বিশ্বের অন্যান্য দেশের বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, ট্রাম্পকন্যা ইভাঙ্কা ও ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এছাড়াও লোপেজের ঘনিষ্ট বন্ধু হিসেবে পরিচিত ব্রিটিশ লেবার পার্টির নেতা জেরিমি করবিনও তার অভিষেক অনুষ্ঠানে অংশ নেন।
Share this content: