
এবিএনএঃ গত ২২মে বুধবার আটলান্টিক সিটিতে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ এর উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পবিএ মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।স্থানীয় গরমেট রেষটুরেনটে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিল এর পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম শাহজাহান । ইফতার মাহফিল আয়োজক কমিটির সদস্য সচিব এনামুল হক এনাম এর সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইফতার মাহফিল আয়োজক কমিটির আহবায়ক মো: শাহীন,বীর মুক্তিযাদ্ধা আব্দুল মান্নান,সংগঠনের প্রধান উপদেষ্টা সিরাজউদদোলা ভূঁইয়া,উপদেষ্টা জাহাংগীর হোসেন ভূঁইয়া, মো: শাহজাহান , সংগঠনের সহসভাপতি সাব্বির হোসেন ভূঁইয়া,আহসান হাবীব,পলাশ চৌধুরী ,কাঞ্চন বল,যুগ্ম সম্পাদক শেখ শিমুল,সাংগঠনিক সম্পাদক শেখ সেলিম,ফরহাদ সিদ্দীক ,রওশনউদদীন ,সদস্য শহীদ খান,আওয়ামী লীগ নেতা গোলাম হাফিজ প্রমুখ।ইফতার মাহফিলে মুসলিম উম্মার সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্বারি মওলানা আব্দুল হাই।
সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ এর বিপুল সংখ্যক নেতা-কর্মী,শুভানুধ্যায়ী সহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা এই ইফতার মাহফিলে যোগ দেন।
আওয়ামী লীগ নেতা- কর্মীদের ব্যাপক অংশগ্রহনের কারনে এই ইফতার মাহফিল আটলান্টিক সিটিতে বেশ সাড়া ফেলে। ইফতার মাহফিলে বিপুল সংখ্যক মহিলার অংশগ্রহন ছিল লক্ষ্যণীয়। নৈশভোজের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে। সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম শাহজাহান ইফতার মাহফিলে যোগদানের জন্য সবাইকে ধন্যবাদ জানান।
Share this content: