এবিএনএ : যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমানের নির্দেশে সাউথজার্সীর মেট্রো আওয়ামীলীগের সভাপতি সিরাজদ্দোলা ভূইয়া সংগঠনের সভাপতির দায়িত্ব গ্রহন করায় আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে আবারও প্রানচাঞ্চল্য ফিরে এসেছে। ডঃ সিদ্দিকুর রহমান সংগঠনের দায়িত্ব গ্রহনের জন্য সদ্য সুস্থ হয়ে উঠা সিরাজ ভূইয়ার কাছে গত বৃহস্পতিবার ৩০ই নভেম্বর সন্ধ্যা ৭:২০ মিনিটে সরাসরি ফোনালাপের মাধ্যমে নির্দেশ দেন। সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের সভাপতি সিরাজদ্দোলা ভূইয়া তাৎক্ষনিকভাবে তার নির্দেশ বাস্তবায়নের উদ্যোগ নেন ।
তিনি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিবসহ অন্যান্য নেতাকর্মীদের সাথে মিলিত হয়ে ডঃ সিদ্দিকুর রহমানের নির্দেশাবলী জানিয়ে দেন এবং পরবর্তী করনীয় কার্যক্রম সম্পর্কে অবগত করেন। এদিকে এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের প্রধান উপদেষ্ঠা জাহাঙ্গীর হোসেন ভূইয়ার নেতৃত্বে সিনিয়ার যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শাহিন,যুগ্ন সাধারন সম্পাদক এমডি জামান, যুগ্ন সাধারন সম্পাদক গৌতম নাগ, সংগাঠনিক সম্পাদক শওকত আলী শিমুল, সহ-সভাপতি পলাশ চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মী তার বাসভবনে গিয়ে গত ৪ ডিসেম্বর সোমবার সন্ধায় তার এগ হারবার সিটির বাসভবনে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান এবং সাবেক সাধারন সম্পাদক আবুল আজাদ মিঠু, সিনিয়ার সহ সভাপতি নুরুন্নবী চৌধুরী শামীম, উপদেষ্ঠামন্ডলীর সদস্য মামুন মোস্তফা, সহ-সভাপতি আবদুস সবুর কামাল,আওয়ামীলীগের বিশিষ্ঠ নেতা রেজাউল ইসলাম খালিদ, সাংগাঠনিক সম্পাদক পূলক বড়ূয়া,কার্যকরী পরিষদের সদস্য নাসরিন নাহার মুন্নীসহ অসংখ্য নেতাকর্মীরা সংগঠনের দায়িত্ব বুঝে নেওয়ায় বিপুলভাবে অভিনন্দন জানান।
সাউথজার্সীর মেট্রো আওয়ামীলীগের সভাপতি সিরাজদ্দোলা ভূইয়া সকল নেতাকর্মীদেরকে বিগত দিনের সকল দিধাদন্ধ ভূলে গিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমানের নির্দেশ অনুযায়ী কাজ করার অনুরোধ জানান । তিনি যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমানের বিরোদ্ধে আনা মিথ্যা ষড়যন্ত্রের মোকাবিলা করার জন্য প্রত্যয় ব্যক্ত করে সংগঠনের সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আগামী ১১ ডিসেম্বর,সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আটলান্টিক সিটির গরমেট রেষ্টুরেন্টে এক জরুরী সভার আহবান জানিয়েছেন এবং সকল নেতাকর্মীদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।