জাতীয়বাংলাদেশলিড নিউজ

কর্তৃপক্ষের কমান্ড মেনে চলবেন, বিজিবিকে প্রধানমন্ত্রী

এবিএনএ : দেশপ্রেম এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবিকে শৃঙ্খলা বজায় রাখা চেইন অব কমান্ড মেনে চলার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। বিজিবি দিবস উপলক্ষে এই কুচকাওয়াজ অনুষ্ঠান হয়।

বিজিবিকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার আবেদন থাকবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কমান্ড মেনে চলবেন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখবেন। আর আপনাদের কোন সমস্যা হলে সেটা দেখার জন্য আমরাতো আছিই।’বিজিবিকে বিশ্বমানের করা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার এ বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য বিজিবি পুনর্গঠনের আওতায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। বিজিবিকে একটি বিশ্বমানের আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন ২০৪১ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

বিজিবি সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘কাজেই আপনারা সব সময় সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আপনাদের দায়িত্ব পালন করবেন। দেশ আজকে অর্থনৈতিকভাবে যেভাবে এগিয়ে যাচ্ছে সেই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জাতির পিতার হাতে গড়া এই প্রতিষ্ঠান। অনেক ঘাত-প্রতিঘাত পার হতে হয়েছে। আগামী দিনে এই সীমান্তরক্ষী বাহিনী বিশ্বের সর্বশ্রেষ্ঠ সীমান্তরক্ষী বাহিনীর মর্যাদা অর্জন করবে সে বিশ্বাস আমার আছে।’

Share this content:

Related Articles

Back to top button