
এবিএনএ: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর বাংলাদেশ দলের অধিনায়কত্ব ছাড়তে চান নাজমুল হোসেন শান্ত। ইতিমধ্যে এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন তিনি।
বিসিবির এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে ক্রিকবাজ জানায়, শান্ত বিসিবিকে জানিয়েছে আসন্ন টেস্টের পর থেকে জাতীয় দলের অধিনায়কত্ব করতে আগ্রহী নয়। এই মুহূর্তে বিসিবি সভাপতি ফারুক আহমেদের অনুমোদনের অপেক্ষায় আছেন শান্ত।
ক্রিকবাজ আরও জানায়, একজন বিসিবি পরিচালক শান্তকে সিদ্ধান্ত পরিবর্তন করতে বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে লাভ হয়নি। শান্ত অবশ্য চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন। কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করেন।
Share this content: