বাংলাদেশরাজনীতিলিড নিউজ

সাংবিধানিক প্রক্রিয়ায় যথাসময়ে নির্বাচন: তথ্যমন্ত্রী

এবিএনএ : সাংবিধানিক প্রক্রিয়া অব্যাহত রাখতে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান করা হবে বলে গুরুত্ব আরোপ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ শনিবার ঢাকা রিপোটার্স ইউনিটির নিয়মিত আয়োজন মিট দ্য রিপোটার্সে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, দণ্ডিত কোনো ব্যক্তির মুক্তির শর্ত নিয়ে নির্বাচনে অংশগ্রহণ- গণতন্ত্র এবং রাজনৈতিক প্রক্রিয়ার ওপর কুঠারাঘাত। বিএনপির লক্ষ্য নির্বাচন করা নয় বরং দেশে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা করা।

এছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হবেন না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল জগতটা বর্তমানে অপরাধের কবলে পড়েছে। রাষ্ট্র ও সমাজ এতে বিব্রত হয়ে পড়েছে। জাতিকে নিরাপদ রাখতে এবং সাইবার ক্রাইম মোকাবিলায় প্রকৃত অপরাধীকে শনাক্ত করার জন্যই এই আইন করা হচ্ছে। তিনি সাংবাদিকদের নিরাপত্তায় সাংবাদিক নেতৃবৃন্দের সহযোগিতায় তদারকি সেল কার্যকর করার কথাও বলেন।

গত ৮ ফেব্রুয়ারি থেকে একটি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দী রয়েছেন খালেদা জিয়া। ওইদিন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। সেই সঙ্গে খালেদা তারেকসহ দণ্ডিত সবাইকে মোট ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ৮০ পয়সা জরিমানা করা হয়। এই রায়ের পরই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। বিচারিক আদালতের এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল ও জামিন আবেদন করেন খালেদা জিয়া। আদালত তাকে চার মাসের অর্ন্তবর্তীকালীন জামিন দিলেও অন্য মামলায় গ্রেপ্তার দেখানোয় তিনি মুক্তি পাননি।

Share this content:

Related Articles

Back to top button