জাতীয়বাংলাদেশলিড নিউজ

সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনা

এবিএনএ : গণভবনে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় তিনি সংবাদিক সম্মেলনে আসেন। সংবাদিক সম্মেলনে তিনি ভারত সফরের অর্জন ও সফলতা তুলে ধরেন।
সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকেদের বিভিন্ন প্রশ্নের  জবাব দেন।
ভারত সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন এবং ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারীর সঙ্গে সাক্ষাত্ করেন। এ সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সঙ্গে সাক্ষাৎ করেন। দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে হায়দরাবাদ হাউসের বলরুমে বৈঠক শেষে ঢাকা ও নয়াদিল্লীর মধ্যে ৩৪টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

Share this content:

Related Articles

Back to top button