জাতীয়বাংলাদেশলিড নিউজ

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শাহবাগে মানববন্ধন

এবিএনএ : বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের দুই সংবাদকর্মীর ওপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে শাহবাগে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শনিবার সকাল সোয়া ১১টায় অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে প্রায় ১০০ সাংবাদিক অংশ নেন।
শাহবাগের এই মানবন্ধনে অংশ নেন জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী, এটিএন নিউজের মুন্নী শাহা, ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশন্স এর সভাপতি আবু সালেহ আকন। মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা এই পর্যন্ত সাংবাদিকদের ওপর পুলিশের সকল নির্যাতন ও হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার শাহবাগে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতাল চলাকালে পুলিশ এটিএন নিউজের স্টাফ রিপোর্টার ইহসান বিন দিদার ও ক্যামেরাপারসন আব্দুল আলিমের ওপর হামলা চালায়। এই ঘটনায় অভিযুক্ত পুলিশের এএসআই এরশাদ মণ্ডলকে বরখাস্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button